ইকমার্স উদ্যোক্তাদের স্বাগতম

ই-কমার্স বর্তমান সময়ের সব থেকে পরিচিত একটি নাম। নামটি শুনলেই আমরা বুঝে নেই যে অনলাইনে পণ্য কেনা-বেচা করার নাম ই-কমার্স। উদ্যোক্তা হিসেবে নিজের স্বপ্ন বাস্তবায়ন আর সাবলম্বী হওয়ার অন্যতম প্রধান একটি মাধ্যম এই ই-কমার্স।

সময় ম্যানেজমেন্ট

সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল সময় ব্যবস্থাপনা। আমরা  অবশ্যই আপনার সমস্ত কাজ সময়ের সাথে সামঞ্জস্যতা রেখেই করি।

সামগ্রিক রিটার্ন ম্যানেজমেন্ট

এই সেক্টরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রিটার্ন ম্যানেজমেন্ট। যা ছোট, মাঝারি বা বড় আকারের সমস্ত ই-কমার্স ব্যবসায়ীর জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

অর্থের সঠিক ব্যবহার

ইকমার্স উদ্যোক্তাদের অর্থের সঠিক ব্যবহার করা খুবই অত্যাবশ্যক প্রয়োজন। মার্চেন্টদের সুবিধার্থে সপ্তাহে ৭ দিন পণ্য ডেলিভারির সংগৃহীত অর্থ মার্চেন্টদের কাছে যথাসময়ে জমা নিশ্চিত করি

সদালাপী ও বন্ধুবৎসল

আমাদের সম্পর্কে যেকোন বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, অভিযোগ বা মতামতকে আমরা সব সময় পজেটিভ মনে করি।

অনলাইন বা আইটি

অনলাইন বা আইটি (মার্কেটিং, ওয়েবসাইট, সফটওয়্যার, অ্যাপস) সম্পর্কে যদি আপনার দূরবলতা থাকে তাহলে আমাদের সাহায্য নিতে পারেন।

ইকমার্স প্রোডাক্ট নিতে চান?

আপনি যদি আপনার ইকমার্স ব্যবসার আরো প্রোডাক্ট বাড়াতে চান তাহলে আমাদের কাছে প্রোডাক্টের সাপোর্ট নিতে পারেন।

দেশপ্রেমিক ও সৎ

আমার কাছে সবসময় সততা ও দেশপ্রেম এদুটো জিনিস পরস্পর সম্পর্কযুক্ত মনে হয়। আমার ধারণা একজন দেশপ্রেমিকতো সৎ হবেনই আবার একজন সৎমানুষ কেন দেশপ্রেমিক হবেন না? অনেকগুলো কারণে একজন ই কমার্স উদ্যোক্তাকে এদুটো গুনের অধিকারী হতে হবে। তিনি যদি দেশপ্রেমিক না হন তাহলে কখনোই সঠিক সেবাটি পুরোপুরি দিতে পারবেন না। তার দেশপ্রেমর একটা প্রভাব তার কাজের মধ্যে পড়বে। এতে করে তার সম্পর্কে বাজারে ইতিবাচক ধারণা তৈরী হবে। আর অনলাইন শপে সৎ না হয়ে মোটেই ব্যবসায় টেকা যাবেনা। কারণ এটা গুলিস্তানের ফুটপাত নয় যে প্রোডাক্টস যেমনই হোক প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ আসবে। বা সদরঘাট নয় যে লঞ্চে প্রতিদিন নতুন নতুন ক্রেতা আসে, কে ঠকলো কে জিতলো কে এতো খবর রাখে? এখানে আপনার ভিজুয়াল শপ, ক্রেতা রয়েছেন তার ঘরে, ক্রেতার পছন্দ হবে আপনাকে ক্লিক করবে, পছন্দ হবেনা, করবেনা। এখানে একবার যে ক্রেতা অসন্তুষ্ট হবে তিনি দ্বিতীয়বার আর শপিং করবেন না, এটা মোটামুটি গ্যারান্টি দিয়ে বলা যায়। কারণ ক্রেতার জন্য বিকল্প বাজার রয়েছে।

অনলাইন বা আইটি

অনলাইন বা আইটি (মার্কেটিং, ওয়েবসাইট, সফটওয়্যার, অ্যাপস) সম্পর্কে যদি আপনার দূরবলতা থাকে তাহলে আমাদের সাহায্য নিতে পারেন।

ইকমার্স প্রোডাক্ট নিতে চান?

আপনি যদি আপনার ইকমার্স ব্যবসার আরো প্রোডাক্ট বাড়াতে চান তাহলে আমাদের কাছে প্রোডাক্টের সাপোর্ট নিতে পারেন।

বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা

কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। কাজের তাগিতে দুর দূরান্তে থাকতে হয় সবাইকে। তাই অনেক সময় সামনা সামনি সমস্যার সমাধান করা সম্ভব হয় না। নিম্ন উপায়ে তৎক্ষনাত সমস্যার সমাধান নিন।

কর্পোরেট অফিসঃ

  • জিএস ভবন, আলতাফুন্নেসা খেলার মাঠের পশ্চিমে, শেরপুর রোড, সাতমাথা, বগুড়া
  • ecommerce@alltimecourier.com
  • ০১৪০৭ ০৭৯০০২